Site icon দৈনিক মাতৃকণ্ঠ

স্বেচ্ছাসেবী সংগঠন হোপে’র উদ্যোগে অর্ধশত দুঃস্থের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল অরগানাইজেশন ফর দ্য পিপল (হোপ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত অসহায়-দুঃস্থ মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ১৪ই জুন সকাল সাড়ে ১০টায় পৌর ইংলিশ মার্কেটের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রে কম্পিউটার ট্রেনিং সেন্টারের সৌজন্যে এই ঈদবস্ত্র (শাড়ী, লুঙ্গী ও থান কাপড়) বিতরণ করা হয়। এ সময় কয়েকজনকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। সংগঠনের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল, প্রচার সম্পাদক নুরুন নাহার রূপা, সদস্য মোঃ রাব্বি, রনিসহ হোপের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ রফিকুল ইসলাম খান, শাহরিয়া, আলিফ, রাহাত, নিধি ইসলাম, নান্নু, রাজবাড়ী সরকারী কলেজ রোভার গ্রুপ, জাকির, প্রদীপ, শওকত ইসলাম, রোবায়েত হাসান, মনজুরুল ইসলাম, ফারজানা ইসলাম, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মামুন, রকিবুল ইসলাম, আপশিতা বিশ্বাস, শেখ মোঃ মিলন, আলতাফ হোসেন, রে কম্পিউটারসহ হোপের অনান্য সদস্যরা এই আয়োজনে সহযোগিতা করেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে হোপের সদস্যরা বিভিন্ন মানুষের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য ঈদবস্ত্র বিতরণ করে আসছে।