Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৩ই জুন বিকালে সূর্যনগর স্কুলের মাঠে ইফতার ও দোয়া মাহফিল এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।
অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আজম মন্ডল, মিজানপুর ইউনিয়ন (পশ্চিমাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার মিতা, সূর্যনগর রেলগেট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাঈমা বেগম, ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনাই মন্ডল, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুর রহমান জয়, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগম, মিজানপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম মিন্টু, ৪নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, রাজবাড়ী পৌরসভার কর্মচারী আঃ খালেক নাদু, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নান্নু মোল্লা, মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি তাপসী সরকার, সাধারণ সম্পাদক রুমানা আক্তার, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল ও দলিল লেখক আজিজুল হক মৃধাসহ মিজানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা খন্দকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ওয়াহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে মিজানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আড়াই শতাধিক দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার (পাঞ্জাবী, শাড়ী, লুঙ্গী প্রভৃতি) বিতরণ করা হয়।