॥মাহ্ফুজুর রহমান॥ আসন্ন ঈদকে সামনে রেখে গতকাল ১৩ই জুন দুপুরে দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ।
পরিদর্শনকালে সচিব মোঃ আব্দুস সামাদ ঘাট ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, বিআইডব্লিউটিসি’র পরিচালক(বাণিজ্য) এএনএসএম শাহাদাত আলী, বিআইডব্লিউটিএ’র মেম্বার ইঞ্জিনিয়ার, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, গোয়ালন্দ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘাট পরিদর্শন শেষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব

SONY DSC