॥কাজী তানভীর মাহমুদ॥ রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল আসরের বাকি আর মাত্র কয়েকটা দিন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মেতেছে ফুটবল জ্বরে। ফুটবলপ্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানান দিচ্ছেন।
অন্য সবার মতো রাজবাড়ীর ফুটবল ভক্তরাও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানীসহ বিভিন্ন দেশের রং-বেরংয়ের পতাকা। এরই মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকায় ২০০ ফুট দৈর্ঘ্যরে পতাকা টানিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।
গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকার প্রবেশ মুখেই টানানো হয়েছে বিশাল আকৃতির এই আর্জেন্টিনার পতাকাটি। যা দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। রাজবাড়ী জেলার পরিচিত ফুটবল খেলোয়াড় আলম সেখ ওরফে লম্বু আলমের উদ্যোগে আর্জেন্টিনার এই বিশাল আকৃতির পতাকাটি তৈরী করেছে মিজানপুর ইউনিয়নের আর্জেন্টিনার ভক্তরা।
এ বিষয়ে ফুটবলার আলম সেখ ওরফে লম্বু আলম বলেন, আগামী ১৪ই জুন রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের নাদের, জিয়া, খোকন, ইভান, আতা, টিপু, আলিম, আজিম, রিপু, সাইদ, আনভীর, মাসুদ, রুবেল, আলামিন, শাহজাহান, সামসু, মিলন, শামীম, সাগর, ইউনুচ, মিজান, রাব্বী, হাসেম, হাসমত, ফারুকসহ আমরা যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছি তারা সকলে মিলে এই পতাকাটি টানিয়েছি। আশা করি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয় করবে।