॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে গতকাল ১১ই জুন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও দুঃস্থ মহিলা এবং প্রতিবন্ধীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে এসব ভাতা’র কার্ড তুলে দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ।
অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল বাসার চৌধুরী, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম ও আ’লীগ নেতা তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। সরকার দেশের উন্নয়নের জন্য সকল প্রকার কর্মকান্ড করে যাচ্ছে। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে মধ্যে বয়স্ক ভাতাভোগী ৩৮৯জন ও বিধবা ভাতাভোগী ১৩৩জনকে ৫০০ টাকা করে এবং প্রতিবন্ধী ভাতাভোগী ১৬৭জনের মধ্যে ৭০০টাকা করে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই ভাতা’র আওতা বাড়ানো হচ্ছে। তিনি সবসময় দুঃস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।