॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘আলোকিত গোয়ালন্দ’-এর পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ই জুন সকালে গোয়ালন্দ প্রপার হাই স্কুল প্রাঙ্গণে ১৫জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে এই শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়। এ সময় প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সংগঠনের সদস্য লুৎফর রহমান, জীবন চক্রবর্তী, কৃষ্ণ কান্ত মন্ডল, পলাশ কবিরাজ, শফিক মন্ডল ও সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা লুৎফর রহমান জানান, মাত্র এক বছর বয়সী সংগঠনের কয়েকজন শিক্ষক সদস্যদের বেতনের টাকা দিয়ে এ ধরনের সামাজিক কর্মসূচী পালন করা হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে কেউ শরিক হতে চাইলে তারাও অংশ নিতে পারছে। সংগঠনের সাধ্য মতো সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।
আলোকিত গোয়ালন্দ’র পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শাড়ী-লুঙ্গী বিতরণ
