॥স্টাফ রিপোর্টার॥ নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক চড়া মূল্যে পোশাক বিক্রির দায়ে ফরিদপুর শহরের ৪টি বস্ত্র বিপনীকে মোটা অংকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় গতকাল ৬ই জুন বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার বেগম শাকিলা বিনতে মতিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রঈছ উদ্দিনসহ অন্যান্য র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন পোশাক সামগ্রী নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক চড়া মূল্যে (ক্ষেত্র বিশেষে প্রতিটি পোষাকে ৭০% থেকে ১৫০% পর্যন্ত বেশী লাভে) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় বস্ত্র বিপনী ‘নকশী কাঁথা’কে ১লক্ষ টাকা, ‘ফ্যাশন ওয়ার্ল্ড’কে ৩০হাজার টাকা, ‘রেমন্ড শপ’কে ৫০হাজার টাকা এবং ‘অক্টোপাস’কে ২০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে অতিরিক্ত লাভ না করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।