॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় আশ্রিত শাওন (১৩) নামের বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ৬ই জুন বেলা ১২টায় থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম তার অফিস কক্ষে শিশুটিকে অভিভাবকদের হাতে তুলে দেন। শিশুটির পিতা চুয়াডাঙ্গা জেলা সদরের মমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের কৃষক আব্দুল গনি ও তার এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান তাকে গ্রহণ করেন।
আব্দুল গনি জানান, গত মঙ্গলবার বিকালে আমার এলাকার একটি ছেলে ফেসবুকের মাধ্যমে শাওনকে দেখতে পেয়ে আমাকে জানায়। তখন আমার এলাকার ইউপি সদস্য মিজানুরকে বিষয়টি জানালে সে ওসি স্যারের সাথে মোবাইলে যোগাযোগ করে।
এদিকে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের বদান্যতার সুবাদে ৮ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী আরেকটি শিশুকে থানায় দিয়ে গেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজার থেকে তাকে উদ্ধার করে থানায় দিয়ে যাওয়া হয়।
বালিয়াকান্দি থানায় আশ্রিত প্রতিবন্ধী শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর
