Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার বিলজোনা আশ্রমে ২৪ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমে ৩২তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা চলছে।
জানাযায়, গত ১১ই জানুয়ারী শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং ১২ জানুয়ারী থেকে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। ১৫ জানুয়ারী অনুষ্ঠান শেষ হবে। মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে আশ্রমে বিশাল মেলা বসেছে। প্রতিদিন সনাতন ধর্মের অসংখ্য নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান উপভোগ ও প্রসাদ গ্রহণ করছেন।
গতকাল ১৩ই জানুয়ারী রাতে পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী, সাওরাইল ইউপি আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ঠান্ডু, বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শ্রী সুশান্ত কুমার বসু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা পরিদর্শন করেন।
মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি মনোজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান।
পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান ও আশ্রমের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।