Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি থানায় আরেকটি শিশুকে আশ্রয় দিলেন ওসি

॥তনু সিকদার সবুজ॥ একটি শিশুকে আশ্রয় দেয়ার পর কিছুদিন যেতে না যেতেই শাওন(১৩) নামের আরেকটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে বালিয়াকান্দি থানায় আশ্রয় দিলেন ওসি হাসিনা বেগম। গতকাল ৫ই জুন দুপুরে শিশুটিকে থানায় আশ্রয় দেন তিনি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আবু নাঈম মিয়া নামের একটি ছেলে শিশুটিকে আমাদের কাছে নিয়ে আসে। সে জানায়, শিশুটিকে নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার থেকে স্থানীয়রা উদ্ধার করে। পরে সে বালিয়াকান্দিতে আসার সময় স্থানীয়রা শিশুটিকে থানার জিম্বায় দেয়ার জন্য তার সাথে পাঠিয়ে দেয়। শিশুটি শুধু তার নাম শাওন, পিতার নাম গণি এবং বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী বলতে পারে। এছাড়া আর কিছু বলতে পারে না। শিশুটিকে নতুন পোশাক কিনে দিয়ে যতœ সহকারে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিভাবকের সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বেও বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধী একটি ছেলেকে থানায় আশ্রয় দিয়ে প্রশংসিত হন। পরবর্তীতে অভিভাবকের সন্ধান না পাওয়া যাওয়ায় তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।