Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এপিবিএন অপস এন্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতে খুলনার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ এপিবিএন (৩আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনার) অপস এন্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূর আলম গতকাল ৫ই জুন দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, বিক্রয় মূল্য, উৎপাদন ও দেয়াদোত্তীর্ণর তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকার চাঁন মিট শপ নামের দোকানের মালিক মোঃ চাঁনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা, একই অপরাধে একই এলাকার মিঠু মিট শপ নামের দোকানের মালিক মোঃ হালিমকে ২ হাজার টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ লঙ্ঘন করে স্ট্যান্ডার্ড মার্কের অনুচিত ব্যবহারের দায়ে ছাল্ছাবীল মিষ্টি ও কনফেক্শনারীর মালিক মোঃ জাবেদ আক্তারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।