রাজবাড়ী জেলায় অবস্থানরত সকল বীমা কোম্পানীর প্রতিনিধিদের সমন্বয়ে সফলভাবে উন্নয়ন মেলায় অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় গত ১১ই জানুয়ারী স্থানীয় কেনটন চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিবিনিময় সভা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বীমা কোম্পানীর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় আলোচনা করেন ফকীর শাহাদৎ হোসেন জোনাল ইনচার্জ পূরবী জেনারেল ইন্স্যুঃ কোঃ লিঃ, মীর আব্দুর রহিম সজল সন্ধানী লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ, মনোজ কুমার সাহা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ, মোঃ মিজানুর রহমান ন্যাশনাল লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ, শেখ আব্দুর রশিদ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ এবং মোঃ আলম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পূরবী জেনারেল ইন্স্যুঃ কোঃ লিঃ এর জোনাল ইনচার্জ ফকীর শাহাদৎ হোসেনকে আহবায়ক, খান মোঃ রেজাউল হককে সদস্য সচিব এবং মনোজ কুমার সাহা, মীর আব্দুর রহিম সজল ও মোঃ আলমকে সদস্য করে ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সবশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্ত করেন। সভার সার্বিক পরিচালনায় ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ লোকবীমার ইনচার্জ খান মোঃ রেজাউল হক -প্রেস বিজ্ঞপ্তি।
জেলা ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নতুন আহবায়ক কমিটি গঠন
