Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিকাশের মাধ্যমে এক ঠিকাদারের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

॥শিহাবুর রহমান॥ মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার বাসিন্দা ঠিকাদার মহিউদ্দিনের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল ২রা জুন বিকেলে সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
ঠিকাদার মহিউদ্দিন জানান, গতকাল ২রা জুন তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে এক ব্যক্তি নিজেকে তারেক রহমান পরিচয় দিয়ে বলেন আপনি মোটা অংকের টাকা পেয়েছেন। এ টাকা তুলতে হলে আপনাকে এক লক্ষ টাকা খরচ করতে হবে। এরপর ওই ব্যক্তি কয়েকবার তার কাছে মোবাইল করে তাকে নানা প্রলোভন দেখায়। এক পর্যায়ে তিনি তার কথায় বিশ^াস করে বিভিন্ন বিকাশের দোকান থেকে ৫টি নম্বরে প্রায় লক্ষাধিক টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পরে তিনি ওই ব্যক্তি নম্বরটি বন্ধ পান। পরে বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের খপ্পড়ে পড়েছেন।
রাজবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুল্লাহ আল তায়িবীর বলেন, কেউ যদি জেনে বুঝে প্রতারকের খপ্পড়ে পড়ে তাহলে পুলিশের কিছুই করার থাকেনা। তারপরও এসব বিকাশ নম্বর খতিয়ে দেখা হবে।