॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২রা জুন বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ বিক্রেতা আলী আকবরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলী আকবর শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন লাউখোলা গ্রামের মালেক সরদারের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আলী আকবর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় নিষিদ্ধ মাদক বিক্রি করে আসছিল।
র্যাবের অভিযানে ফরিদপুরের ভাঙ্গা থেকে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
