Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিক্রেতা টেটনসহ ২জন গ্রেপ্তার

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৩১শে মে রাত সাড়ে ১১টার দিকে পাংশা সরকারী কলেজ গেটের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে যশাই ইউপির পূর্ববালিয়া গ্রামের রওশন শেখ ওরফে রুশনার ছেলে মাদক বিক্রেতা লিটন হোসেন টেটন(৩০) ও পাংশা পৌরসভার সাবেক নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম বাবু (২৮)কে ২০৫পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই শাহীন মোল্লা, এসআই সেকেন্দার হোসেন, এএসআই মুকুল, এএসআই মাসুদ ও এএসআই অরিফসহ সঙ্গীয় পুলিশের একটি দল ২০৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার এসআই সেকেন্দার হোসেন বাদী হয়ে ধৃত লিটন হোসেন টেটন ও রবিউল ইসলাম বাবুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, ধৃত লিটন হোসেন টেটন ও রবিউল ইসলাম বাবু মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃত লিটন হোসেন টেটন ও রবিউল ইসলাম বাবুর কাছে প্রায় ৬১ হাজার ৫শত টাকা মূল্যের ২০৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এর মধ্যে লিটন হোসেন টেটনের কাছে ১৫ পিস ও রবিউল ইসলাম বাবুর কাছে ১৯০ পিস ইয়াবা পাওয়া গেছে। আগামীতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ই মে পাংশা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোঃ আহসান উল্লাহ। তার যোগদানের পর থেকেই মাদক বিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।