Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ৩০শে মে রাতে ও গতকাল ৩১শে সকালে ইসলামপুর ও নারুয়া ইউনিয়নে পৃথক ২টি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন ওয়েলকাম পার্টি নামক প্রতারক চক্রের সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এস.আই নূর মোহাম্মদ, এএসআই কিরন ও এএসআই রিপন গত ৩০শে মে রাতে ইসলামপুর ইউনিয়নের আমবাড়ীয়া ব্রীজের উপরে গাঁজা বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুব্রত সরকার (২৫)কে গ্রেফতার করে। সে কালুখালী উপজেলাধীন বোয়ালিয়া গ্রামের মানিক সরকারের ছেলে।
অপরদিকে বালিয়াকান্দি থানার এস.আই জাকির হোসেন গতকাল ৩১শে মে সকালে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নারুয়া ইউনিয়নের চর ঘিকমলা গ্রামের নিজ বাড়ীর উঠানে ইয়াবা বিক্রির সময় বারেক আলী সেখের ছেলে ফারুক হোসেন (২৩)কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও শতাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। ওয়েলকাম পার্টি নামের প্রতারক চক্রের সদস্য হিসেবে পরিচিত ফারুক হোসেন ফোনে নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই নূর মোহাম্মদ ও এসআই জাকির হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন। গতকাল ৩১শে মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।