Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির বিভিন্ন হাট-বাজারের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

॥তনু সিকদার সবুজ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম গতকাল ৩০শে মে বেলা ১১টায় থানার গোলঘরে মতবিনিময় করেন।
বালিয়াকান্দি থানার এস.আই দিপন মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর বাজার বণিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, নারুয়া বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গনি শেখ, আড়কান্দি বাজার বণিক সমিতির সভাপতি সুফল সরকার, তেঁতুলিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওয়াজেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, রামদিয়া বাজার বণিক সমিতির সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চাঁদ, শালমারা বাজার বণিক সমিতির সভাপতি বাচ্চু ফকির, সাধারণ সম্পাদক সোহেল ফকির, বেরুলী বাজার বণিক সমিতির সভাপতি মাহফিজুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক মোঃ মিঠুন, জঙ্গল বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ সরকার ও সাধারণ সম্পাদক নিখিল মন্ডল প্রমুখ। এ সময় অন্যান্য বাজার বণিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃংখলা বজায় রাখার স্বার্থে বাজারগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ নিজস্ব পাহারা জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।