॥স্টাফ রিপোর্টার॥ সেভ দ্যা চিলডেনের সহযোগিতায় এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও মুক্তি মহিলা সমিতি (এমএমএস)’র আয়োজনে গতকাল ২৯শে মে বিকাল ৩টায় রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গাস্থ কেকেএসের প্রধান কার্যালয়ে শিশু সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স ও কেকেএসের প্রধান উপদেষ্টা প্রফেসর এটিএম রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।
কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, জেলা সহকারী শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, এমএমএসের নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সেভ দ্যা চিলড্রেনের ডিস্ট্রিক ম্যানেজার জাফর হোসেন, প্রজেক্ট অফিসার সুলতান উদ্দিন আহম্মদ, কেকেএসের সহ-সভাপতি নাছিমা বানু, সদস্য আমজাদ হোসেন, প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মঞ্জু, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইদা খানম, কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কেকেএসের উপদেষ্টা ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন।
সভায় দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা ও সুস্বাস্থ্যের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা, অপবাদ ও বৈষম্য দূরীকরণ এবং শিশু যৌনজীবী বন্ধের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।