॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী কাচারী মোড়ের মাদক চক্রের অন্যতম হোতা মাদক সম্রাট অনুপ মজুমদার ওরফে অনুপ (৩৫)কে ৭১পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গত ২৮শে মে বিকেলে পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। ধৃত অনুপ বাগদুলী কাচারীমোড় এলাকার মৃত অসিত মজুমদার ওরফে অসিত ডাক্তারের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানার এস.আই শাহীন মোল্লা, এস.আই সেকেন্দার আলী, এস.আই আমিরুল ইসলাম ও এস.আই রইজুল আলমসহ সঙ্গীয় পুলিশ গত সোমবার বিকেল ৫টার দিকে বাগদুলী কাচারীমোড়ে রহস্যঘেরা একটি ভবনে অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবাসহ অত্র এলাকার মাদক চক্রের অন্যতম হোতা অনুপকে গ্রেফতার করে। এ সময় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
মাদক বিরোধী অভিযানে এলাকার মাদক চক্রের অন্যতম হোতা অনুপকে গ্রেফতারে এলাকার শান্তিপ্রিয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয় লোকজন বাগদুলী কাচারী মোড়ের মাদক ব্যবসার আস্তানায় অভিযানকে স্বাগত জানায়। সেই সাথে মাদক চক্রের চিহ্নিত অপরাপর সহযোগীদের গ্রেফতারের দাবী জানায় লোকজন।
স্থানীয়রা জানায়, অনুপ তার রহস্য ঘেরা বিল্ডিং-এর নিচ তলায় ‘কফি হাউজ’ নামের একটি দোকান দেয়। দোকানকে ঘিরে ওই বিল্ডিং-এর উপরে টিনশেড কক্ষ মাদকের আস্তানায় পরিণত হয়। রাতে পরিচিত-অপরিচিত লোকজনের চিলেকোঠার ওই কক্ষে অবস্থান করা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়। জনৈক এক মেহমানের ওই কক্ষে নিয়মিত অবস্থান করা এবং তার চাকুরী নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়। মাদক বিরোধী অভিযানের দুইদিন আগেও তরফদার নামের ওই ব্যক্তিকে রহস্যঘেরা বিল্ডিং-এর চিলেকোঠার আস্তানায় অবস্থানের তথ্য জানায় স্থানীয় লোকজন।
এদিকে, এসআই মোঃ শাহীন মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় ধৃত অনুপের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৬, তারিখ ২৮/০৫/২০১৮। ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা অনুপকে ৭১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের সাথে জড়িতরা রেহাই পাবে না। এ চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে গোপনে তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতার আহবান জানান।
মৌরাটে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাট অনুপ গ্রেফতার
