Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে গত ২৭শে মে দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
জানাগেছে, চোরেরা বাজারের মেসার্স লুপিন এন্টারপ্রাইজের পিছন দিক দিয়ে ঢুকে সিন্দুকের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা, নারুয়া রোডের স্বপ্নদ্বীপ মার্কেটের মেসার্স ভূইয়া ট্রেডার্সের শাটারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ ৭৭ হাজার টাকা এবং পার্শ্ববর্তী মেসার্স আঃ রাজ্জাক স্টোরের শাটারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৪৪হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম গতকাল ২৮শে মে বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স লুপিন এন্টারপ্রাইজের মালিক এহসানুল হাকিম সাধন, মেসার্স ভূঁইয়া ট্রেডার্সের মালিক মনসুর হেলাল এবং মেসার্স আঃ রাজ্জাক স্টোরের মালিক রাজার সাথে কথা বলেন এবং চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও তিনি বাজারের নিজস্ব নিরাপত্তা জোরদার করাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এদিকে এই চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে কোন কমিটি না থাকায় এবং পাহারাদারদের গাফিলতির কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। এমন ঘটনা ঘটলে তারা ব্যবসা করবেন কিভাবে? ৩/৪ বছর আগের তালিকায়ই বাজারের ৭শত ব্যবসায়ী রয়েছে। এখনতো ব্যবসায়ীর সংখ্যা আরো বেড়েছে। তারা পাহারাদারদের জন্য প্রতি মাসে ৩০০ থেকে ৩৫০ টাকা করে দিচ্ছে। কিন্তু পাহারাদাররা দায়িত্ব সহকারে পাহারা দেয় না। কমিটি না থাকায় অভিযোগ জানানোরও কোন জায়গা নাই। তারা অবিলম্বে বাজারের নতুন পরিচালনা কমিটি গঠনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানিয়েছেন।