॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ২৬শে মে রাতে উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুর পাড় থেকে ২গাঁজাসেবীকে গ্রেফতার করেছে।
তারা হলো ঃ সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল শেখের ছেলে রাবেল শেখ(২২) ও একই গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে কাঞ্চন মোল্যা(২০)।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম জানান, পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুর পাড়ে গাঁজা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল ২৭শে মে তাদেরকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুর পাড় থেকে ২গাঁজাসেবী গ্রেফতার
