॥স্টাফ রিপোর্টার॥ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(সর্বহারা) পরিচয়ে গতকাল ২৪শে মে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের কাছে চাঁদা দাবী করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শিক্ষকদের পক্ষ থেকে জীবনের নিরাপত্তা চেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়রী(জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ০১৯৯২১৬১২৯৬ এবং ০১৬৪২৬৬৪০৫১ নম্বরের মোবাইল নম্বর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(সর্বহারা) পরিচয়ে বিভিন্ন অংকের চাঁদা দাবী করা হয় এবং চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাসহ শিক্ষকদের ও তাদের পরিবারের সদস্যদের অপহরণ, গুম ও খুনের হুমকি দেয়া হয়। এ সময় চাঁদা পরিশোধের জন্য ৩টি বিকাশ নম্বরও (০১৯০২৪১৫৬৭৮, ০১৯০৭৭৬৫০৮০ ও ০১৮২২৬৬৮৪৪৭) দেয়া হয়।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, গতকাল ২৪শে মে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(সর্বহারা) পরিচয়ে বিভিন্ন অংকের চাঁদা দাবী করা হয়। তার কাছে চাঁদা চাইলে তিনি হাতের অবস্থা ভালো না বলে পাশ কাটিয়ে যেতে চাইলে ফোনের অপর প্রান্ত থেকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকার বর্তমানে ফরিদপুরে থাকায় দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন(রাজবাড়ী থানার জিডি নং-১৪০০, তাং-২৪/০৫/২০১৮ইং)। এছাড়াও তারা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিষয়টি অবহিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনায় শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। অধিকাংশ শিক্ষকের কাছে এই চাঁদা দাবী করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বা কোন নারী শিক্ষকের কাছে চাঁদা দাবী করা হয়নি।
সর্বহারা পরিচয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা দাবী
![](https://dailymatrikantha.com/wp-content/uploads/2018/05/RAJBARI-PIC-CADADABI-25-5-2018.jpg)