Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৈনিক মাতৃকণ্ঠে সংবাদ প্রকাশের পর॥পাংশার হাবাসপুরে ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা॥বালুভর্তি ২টি ট্রাক জব্দ

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ২৩শে মে দৈনিক মাতৃকণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা নদীর বেড়ীবাঁধে অবৈধ বালুর চাতালে দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আব্দুল খালেক বিশ্বাসকে ৫০ হাজার টাকা ও ট্রাক চালক উৎপলকে ১হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানের সময় ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর বেড়ীবাঁধের পাশে বালুস্তুপের কাজে ব্যবহার্য কয়েকটি লোহার পাইপ ও বালুভর্তি ২টি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-০৪৫৬ ও যশোর-ট-১১-১১৭৮) জব্দ করেন।
জানাগেছে, গতকাল বুধবার পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল বুধবার দুপুর ১টার দিকে হাবাসপুরে পদ্মা নদীর বেড়ীবাঁধের রাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পাংশা মডেল থানার এএসআই মিরান মোল্লা ও এএসআই আব্দুস ছাত্তারসহ সঙ্গীয় পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম নুরুন্নবী, এসও মোঃ আবু ইউসুফ ও আরিফুল ইসলাম, কার্যসহকারী হাসানুল আবেদীন রতন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানের প্রাক্কালে কতিপয় বালু ব্যবসায়ীর রোষানলে পড়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।
“পাংশার হাবাসপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থেমে নেই॥হেভীলোডের ট্রাক চলাচলে বেড়ীবাঁধের রাস্তার ক্ষতি॥সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন” শিরোনামে গতকাল বুধবার দৈনিক মাতৃকণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।