Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতে ৬জন অসাধু ব্যবসায়ীর জরিমানা

॥শিহাবুর রহমান॥ পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি বন্ধ এবং পণ্যে পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত গতকাল ২৩শে মে বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের ৬জন ব্যবসায়ীকে ৩০হাজার ৫০০টাকা জরিমানা করেছে।
জানাযায়, ভ্রাম্যমান আদালত গতকাল ২৩শে মে বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুর বাজারে ইছারুল ইসলাম ও নজরুল শেখের মুদি দোকানে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি এবং চাউলে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যহার আইন ২০১০-এর ১৪ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০এর ৫১ ধারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম তাদেরকে ২হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা করেন।
একই বাজরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না টানানো ও ইচ্ছামত অতিরিক্ত মূল্য আদায় করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মুদি ব্যবসায়ী আনোয়ারকে ১৫শত টাকা, মুদি ব্যবসায়ী আসলামকে ৫হাজার টাকা, চাউল ব্যবসায়ী রমজান ফকিরকে ৫হাজার টাকা ও কানাই লাল শিকদারকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যহার আইন ২০১০-এর ১৪ ধারায় ১৫হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ফরিদপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ জিয়ারত আলী আকন্দ ও রাজবাড়ীর পাট পরিদর্শক এবং থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।