Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি বাজারের আলোচিত সেই প্রীতি ফার্মেসীকে ২লাখ টাকা জরিমানা

॥রঘুনন্দন সিকদার॥ ওষুধ কোম্পানীর দুই প্রতিনিধিকে মারপিটের ঘটনায় আলোচিত হওয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারের প্রীতি ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ২৩শে মে দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ এবং অনুমোদনবিহীন পণ্য রাখার দায়ে প্রীতি ফার্মেসীর মালিক প্রণয় লাহিড়ীকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দেড় লক্ষ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওসুধসহ বিপুল পরিমাণে বাচ্চাদের গুড়ো দুধ ও মেডিপ্লাস টুথপেস্ট জব্দ করা হয়।
পরে জব্দকৃত গুড়ো দুধ ও টুথপেস্ট স্থানীয় কয়েকটি এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করেন এবং মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক, ফরিদপুর ও রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত ড্রাগ সুপার সুলতানা রিফাদ ফেরদৌস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানা পুলিশসহ উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার আঃ রউফ মোল্যা ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন দলনেতা আসাদ শেখ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, প্রীতি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ এবং অনুমোদনহীন পন্য বিক্রি করা হচ্ছিল। তাই ফার্মেসীর মালিক প্রণয় লাহিড়ীকে ২লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করেন। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধসহ বিভিন্ন পন্য জব্দ করা হয়। তাদেরকে সংশোধন হওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সংশোধন না হলে আবারও অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে প্রীতি ফার্মেসীর মালিক ও কর্মচারীরা ওষুধ কোম্পানী এসকেএফের দুই প্রতিনিধিকে মারপিট করলে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও মারপিটের শিকার হওয়া এসকেএফের এক প্রতিনিধি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রীতি ফার্মেসীর মালিক ও ২জন কর্মচারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কয়েকদিন জেল খাটার পর সম্প্রতি তারা জামিনে মুক্তিলাভ করে।