Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় শিল্প ও বণিক সমিতির সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা বাজার সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
সেইসাথে দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন, ভেজাল বিরোধী অভিযানে সহযোগিতা প্রদান, আসন্ন ঈদকে সামনে রেখে পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।
গতকাল ২৩শে মে বিকেলে পাংশা পৌরসভার মেয়রের কার্যালয়ে শিল্প ও বণিক সমিতির এক সভায় জনগুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাংশা পৌরসভার মেয়র এবং পাংশা শিল্প ও বণিক সমিতির আহবায়ক আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা মডেল থানার নবাগত অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাল গার্মেন্টস দোকানের মালিক অশোক পাল, লিজা হেলথ কেয়ারের পরিচালক দীপক কুন্ডু, মালেক প্লাজার স্বত্ত্বাধিকারী গোলাম ফারুক, আওয়ামী লীগ নেতা লাল্টু বিশ্বাস, জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় পাংশা শিল্প ও বণিক সমিতির প্রাক্তণ সভাপতি আবু আনসার বিশ্বাস, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, কাউন্সিলর আবুল হোসেন শেখ, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মামুন খান, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ ও যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।