Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ পরিদর্শনে ডিসি

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২৩শে মে দুপুরে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিদর্শনকালে জেলা প্রশাসক নিজেও ক্লাস নেন।
সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর আওতায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক প্রথম ব্যাচের ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ গত ১৯শে থেকে শুরু হয়েছে, যা আজ ২৪শে মে সমাপ্ত হবে। এই প্রশিক্ষণ কর্মশালায় পাংশা উপজেলার ৬১টি এবং বালিয়াকান্দি উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০জন বিষয় ভিত্তিক শিক্ষক অংশগ্রহণ করছেন।
একই বিষয় দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামীকাল ২৫শে মে একই ভেন্যুতে শুরু হবে। সেখানে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০জন শিক্ষক অংশগ্রহণ করবেন।