Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির ভীমনগর ফুলবাড়ীতে পাটখড়ির ছাই তৈরী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর ফুলবাড়ী গ্রামে গতকাল ২২শে মে সকালে পাটখড়ি থেকে ছাই(চারকোল) তৈরীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের পাশাপাশি রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট প্রায় ৩ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ‘শেখ আহাদ ছাই কারখানা’র মালিক মিজানুর রহমান শেখ জানান, সকাল পৌনে ৮টার দিকে কারখানায় হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এরপর বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট যোগ দেয়। তারপরও আগুনে রপ্তানীর জন্য রাখা পাঁচ হাজার বস্তা ছাই(কার্বন) ও কারখানার টিনের গুদামঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রেজাউল হক বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও চারটি ইউনিট এসে আমাদের সঙ্গে আগুন নিভানোর কাজে যোগ দেয়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই আগুনের সুত্রপাত হয় তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।