Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রতনদিয়ায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে রাস্তা নির্মাণের চেষ্টা॥পুলিশের হস্তক্ষেপে বন্ধ

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে রেলওয়ের জায়গায় অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ অবশেষে রেলওয়ের অভিযোগের প্রেক্ষিতে বন্ধ করে দিয়েছে কালুখালী থানার পুলিশ।
কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানাযায়, ৪০হাজার টাকা ব্যয়ে স্থানীয় বাদশা, ছোটন, বাবলুসহ কতিপয় ব্যক্তি ওই রাস্তার নির্মাণ কাজ শুরু করেছিল।
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী জানান, কিছু যুবক রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী রেলের জমি থেকে কোন রকম অনুমতি ছাড়াই মাটি কাটার কাজ শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে সেটি বন্ধ রয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানুনগোর অনুমতি ছাড়া কেউ রেলের জমিতে রাস্তা নির্মাণ করতে পারে না। তাই রেলওয়ের অভিযোগের প্রেক্ষিতে রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সলেমান হোসেন মোল্লা জানান, রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তার(কানুনগো) অভিযোগের ভিত্তিতে কালুখালী থানার হস্তক্ষেপে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ আছে। স্থানীয় বাদশার নেতৃত্বে রাস্তা নির্মাণের কাজটি হচ্ছিল।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, জনগণের চলার অসুবিধার কথা চিন্তা করে রাস্তাটি নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু সেটি যদি রেলের জমি হয় তাহলে সেখানে রাস্তা নির্মাণের কোন সুযোগ নেই।