Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী ডিবি’র অভিযানে দৌলতদিয়া থেকে ছিনতাই ও মাদক বিক্রেতা চক্রের ৫জন সদস্য গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গত ২০শে মে দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার আফজাল সরদারের বাড়ী থেকে ১৪৮পিস ইয়াবা ও ৩৮টি চোরাই মোবাইল ফোন সেটসহ ছিনতাই চক্রের সদস্য ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ দৌলতদিয়া পোড়াভিটার মুরাদ আলীর ছেলে শুকুর আলী(৩২), উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়ার বারেক সরকারের ছেলে ইউসুফ সরকার(৩৭), দৌলতদিয়া মজিদ সরদারের পাড়ার রফিক মন্ডলের ছেলে শফিক মন্ডল(৪০), ফেলু মাতব্বরের পাড়ার আজাহার মন্ডলের ছেলে সাজু মন্ডল(৩৬) এবং কালুখালী উপজেলার বথুনদিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলামিন মন্ডল(২৮)।
রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই বাড়ীর মালিক পলাতক আফজাল সরদার তাদেরকে শেল্টার দিয়ে মাদক ব্যবসার কাজে সর্বাত্মক সহযোগিতা করে আসছিল।
এ ঘটনায় ডিবি’র এসআই জাফর আলী খান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ী পুলিশ সুপার আসমা মিলি,বিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এবং গত ৮ই এপ্রিল পুলিশ পরিদর্শক মোঃ কামাল হোসেন ভুঁইয়া রাজবাড়ী ডিবি’র ওসি হিসেবে যোগদান করার পর ডিবি’র আভিযানিক কার্যক্রমে অনেক সফলতা এসেছে।