Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরে দিবালোকে বালুবাহী ট্রাক চলাচল বন্ধে এসপি’র নির্দেশ

॥দেবাশীষ বিশ্বাস॥ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী বাজারের ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা গতকাল ১৯শে মে সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল তায়্যবীর, ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম, সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক মৃদুল রঞ্জন দাস, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মন্ডল, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম রাসেল, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গঙ্গারাম কর্মকার, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহম্মেদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সিরাজুল ইসলাম ও ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শহরের মধ্য দিয়ে দিনের বেলায় বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানসহ যত্রতত্র পার্কিংয়ের বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। আমাদের পুঁজিবাদী অর্থনীতিতে ধনী-গরীবের বৈষম্য রয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করছে তাদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদ করা অমানবিক। তাদেরকে একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে ফুটপাত থেকে তুলে দেয়ার পরিকল্পনা গ্রহণের জন্য তিনি সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আমিনুল ইসলামকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, শহরে ব্যাটারী চালিত যে সকল অটোরিক্সা যানজট সৃষ্টি করছে তাদের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে। মূল রাস্তায় কোন অটোরিক্সা দাঁড়িযে থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনাদের নিজস্ব পাহারাদাররা যেন নির্দিষ্ট পোশাকে বাজারের নিরাপত্তার রক্ষায় কাজ করে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজারের নিরাপত্তায় যারা কাজ করবে তাদের তালিকা সদর থানা পুলিশের কাছে থাকতে হবে। তাদের পাশাপাশি পুলিশও বাজারের নিরাপত্তায় কাজ করবে বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
দিনের বেলায় শহরের মধ্য দিয়ে বালুবাহী ট্রাক চলাচলে ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, বালুর ট্রাক রাত ১০টা থেকে চলাচল করবে। আজকের মধ্যেই বালুবাহী ট্রাকগুলোর চালকদের সতর্ক করে দিতে হবে। আগামীকাল থেকেই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তিনি ট্রাফিক পুলিশের পরিদর্শক মৃদুল রঞ্জন দাসকে নির্দেশ প্রদান করেন এবং কোন অবস্থাতেই যেন জনগণের ভোগান্তি না হয় সেদিক খেয়াল রাখার নির্দেশ দেন।
এছাড়াও তিনি ব্যাটারী চালিত অটোরিক্সার অবৈধভাবে ভাড়া বৃদ্ধির সমালোচনা করেন এবং এই ভাড়া বৃদ্ধি নিরসনে কাজ করার জন্য সদর থানার ওসি মোঃ তারিক কামালকে নির্দেশ দেন। পাশাপাশি রাস্তার উপর ব্যাটারী চালিত অটোরিক্সা পার্কিং করার জন্য যাতে ইজারা প্রদান না করা হয় সে ব্যাপারে কাজ করবেন বলে জানান।