Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মোবাইল কোর্টে রাজবাড়ী বাজারের ৭টি ফলের দোকানের জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৮ই মে রাজবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন ও মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন বাজারের ৪টি ফলের দোকানদারকে সাড়ে ৪হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ৪টি ফলের দোকানদারকে সাড়ে ৩হাজার টাকা জরিমানা করে।
জানাগেছে, পণ্যের মূল্য তালিকা না টানানো ও ইচ্ছামত অতিরিক্ত মূল্য আদায় করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৭জন ফল দোকানীকে এই জরিমানা করা হয়। এছাড়াও বাজারের সকল দোকানে মূল্য তালিকা টানানোসহ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয় এবং অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান, পবিত্র মাহে রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।