Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা-দোয়া অনুষ্ঠিত

॥দেবাশীষ বিশ্বাস॥ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৭ই মে বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল মান্নান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন ও জেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, য্গ্মু-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদিকা এডঃ উমা সেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, সদস্য প্রদীপ্ত চক্রবর্ত্তী কান্ত ও পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখসহ আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, আজকের দিনটি ইতিহাসের স্মরণীয় একটি দিন। ১৯৮১ সালের এই দিনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় বিদেশে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। দেশে ফেরার পর থেকে তিনি নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমুদ্র জয়ের পর মহাকাশ জয় করার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। জননেত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী অবশ্যই আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দেয়াসহ বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং সিয়াম সাধনার মাস রমজানের পবিত্রতরা রক্ষার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি অনুরোধ জানান।
আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম উদ্দিন দেওয়ান।