Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বর্জ্য পরিশোধনাগার নির্মাণ হলে হলে রাজবাড়ী শহর সুন্দর ও পরিচ্ছন্ন হবে —— জেলা প্রশাসক মোঃ শওকত আলী

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী পৌর এলাকার সকল পৌরবাসী ও প্রতিষ্ঠানের বর্জ ব্যবস্থাপনার জন্য বিল এন্ড মেলিন্ডা গেট্স ফাইন্ডেশনের অর্থায়নে যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশের এফএসএম প্রকল্পের অধীনে রাজবাড়ী পৌরসভা এলাকায় সুষ্ঠু, নিরাপদ ও পরিবেশ বান্ধব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১৬ই মে বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হোসেন ইসরাত আবিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর, এলজিইডির সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এএফএম শাহজাহান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ জাহাঙ্গীর জলিল ও জেলা এনজিও ফাউন্ডেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক রাফিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সচিব মোঃ মাছুদ আলম। এ সময় জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ ও প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ এর কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আজকে রাজবাড়ী পৌরসভা এলকায় সুষ্ঠু, নিরাপদ ও পরিবেশ বান্ধব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যে প্রকল্পের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বখ্যাত সফ্টওয়্যার কোম্পানী মাইক্রোসফ্ট এর প্রতিষ্ঠতা বিল গেটস ও তার সহধর্মিনী মেলিন্ডা গেট্সের পরিচালিত প্রতিষ্ঠান বিল এন্ড মেলিন্ডা গেট্স ফাউন্ডেশন। বাংলাদেশে বিভিন্ন পৌরসভায় এই প্রকল্পের বাস্তবায়ন করছে যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ। এই প্রকল্পের প্রধান সমন্বয়ক হবে রাজবাড়ী পৌরসভা। প্রকল্পের বর্জ্য পরিশোধনের জন্য রাজবাড়ী পৌরসভার ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় পৌর এলাকায় একটি বর্জ্য পরিশোধনাগার নির্মাণের জন্য ইতিমধ্যে শ্রীপুর বাস টার্মিনালের কাছে জমি অধিগ্রহণ করা হয়েছে। যাতে করে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে রাজবাড়ী পৌর শহরকে গড়ে তোলা যায়। আজকে আমরা আমাদের বড় বড় শহর বিশেষ করে ঢাকা শহরের দিকে তাকালে দেখতে পাই অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে ঢাকা শহর আজকে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। সেই দিক দিয়ে দেশের অন্যান্য শহরের তুলনায় রাজবাড়ী শহর অনেক সুন্দর একটি শহর। এই সৌন্দর্য্য ধরে রাখতে হলে রাজবাড়ী পৌরসভাকে অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা করে রাস্তাঘাট প্রশস্তকরণের ব্যবস্থা রেখে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমি আশা করি আজকে রাজবাড়ীতে যে প্রকল্পের কার্যক্রম শুরু হলো তার মাধ্যমে প্রকল্প সংশ্লিষ্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী যারা এই প্রকল্পের প্রাণ তাদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশী দক্ষতা বৃদ্ধিকল্পে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে রাজবাড়ী পৌরবাসী তাদের জীবনযাত্রায় আরো একধাপ এগিয়ে যাবে।
বক্তব্যের শেষে তিনি প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং রাজবাড়ী জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সরকারী বিভাগ থেকে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে আশ্বাস প্রদান করেন।