Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বরাট কাঁচরন্দ যুব সমাজের আয়োজনে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট কাঁচরন্দ যুব সমাজের আয়োজনে গতকাল ১৬ই মে বিকালে স্থানীয় আকিরন নেছা মাদ্রাসা সংলগ্ন কাজীবাড়ী মাঠে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘মাদক রোধে প্রশাসন নয়, জনসচেতনতাই মূখ্য’। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী বিতর্কের নির্ধারিত বিষয়ের পক্ষে এবং বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর ৩জন শিক্ষার্থী বিপক্ষে অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিপক্ষ দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের ইনতিসিফার আওয়াল হৃদ সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল ইসলাম মুন্নু মডারেটর এবং ৩জন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতার শেষে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সালামের সভাপতিত্বে ও রবিউল আওয়াল রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ, সমাজসেবক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ।