॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে গতকাল ১৪ই মে বিকালে আকাশ মোল্লা(১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আকাশ মোল্লা পাইককান্দি গ্রামের মশিয়াল মোল্লার ছেলে এবং বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পাইককান্দি গ্রামের নুরুল মল্লিকের ছেলে মাশুক(১৬), রুহুল আমিনের ছেলে রানা(২৩) ও মেহেদী হাসান নেছারের ছেলে সামি মল্লিক(১৪) এর নাম জানা গেছে। শান্তি রক্ষার জন্য এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিহত আকাশ মোল্লার পিতা মশিয়াল মোল্লা জানান, প্রায় এক মাস আগে পাইককান্দি গ্রামের নুরুল মল্লিকের ছেলে ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মাশুক বিশ্বাস(১৬) এর সাথে স্থানীয় মুদী দোকানদার হেলার দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। তারই প্রেক্ষিতে গতকাল ১৪ই মে বিকাল সাড়ে ৩টার দিকে আমার ছেলে চন্দনা নদী থেকে গোসল করে বাড়ী ফেরার পথে পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মাশুক ও অন্যান্যরা। এ সময় আমি ঘটনাস্থলে গেলে আমাকেও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আকাশকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে হলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহত আকাশের স্বজনরা ক্ষিপ্ত হয়ে অপর পক্ষের উপর হামলা চালিয়ে মাশুকের পিতা নুরুল মল্লিককে কুপিয়ে আহত করে। তাকেও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।