Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাংশার হাবাসপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রযুক্তি ২য় পর্যায়ের (দ্বিতীয় সংশোধিত) আওতায় কম্বাইন হারভেস্টর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কম্বাইন হারভেস্টরের মাধ্যমে বোরো ধান কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চর ঝিকড়ী গ্রামের কৃষক হাফিজুর রহমানের জমিতে হারভেস্টরের মাধ্যমে বোরোধান কর্তণ করা হয়। হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও কৃষক হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার ফসল কর্তনে হারভেস্টর ব্যবহারের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে জমিতে অতিমাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করা এবং প্রতিটি ফসল উৎপাদনের সময় জমিতে জৈব সার ব্যবহারের পরামর্শ প্রদান করেন তিনি।