Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে আইনজীবীদের সাথে শিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ১৩ই মে দুপুরে রাজবাড়ী শহরের কেনটন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিমিয় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু, কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতি, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলিসহ জেলা বার এসোসিয়েশনের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুনের সভাপতিত্বে ও সম্পাদক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ ন্যারায়ণ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, রাজবাড়ী জেলার আইনজীবীরা আইনী সেবার মাধ্যমে রাজবাড়ীবাসীকে সেবা প্রদান করে যাচ্ছে। আগামী যে কোন নির্বাচনে মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তব্যের শেষে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়।