Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মুরগীর ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে জামালপুরে মানববন্ধন কর্মসূচী

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মিন্টু সেখ(২০) নামের এক মুরগী ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন পালিত হয়েছে।
গতকাল ১২ই মে বিকালে জামালপুর বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। মিন্টু সেখকে গত ১১ই মে সন্ধ্যায় জামালপুর বাজারের নিজ দোকান থেকে ৩২ পিস ইয়াবাসহ বালিয়াকান্দি থানার পুলিশ গ্রেফতার করে।
মানববন্ধনে নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়া এবং মুরগী ব্যবসায়ী মিন্টুর পিতা মোখলেছ সেখ বক্তব্য রাখেন।
মোখলেছ সেখ তার বক্তব্যে বলেন, গোসাই গোবিন্দপুর গ্রামের আক্কাস ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। অপরিচিত লোকজন মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে এসে আক্কাস ও তার ছেলেদের কাছ থেকে মাদক কিনে নিয়ে যায়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হওয়ায় আমিসহ গ্রামের লোকজন তাদেরকে নিষেধ করি। মাদক ব্যবসায়ী আক্কাসের ছেলে হাতেম পুলিশের হাতে গ্রেফতার হয়ে এখনো জেলে আছে। অন্য ছেলেরা জেল থেকে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসা করছে। প্রায় এক মাস আগে এলাকার শান্তিপ্রিয় মানুষ মাদক ব্যবসা বন্ধের দাবীতে গণসাক্ষর সংগ্রহ করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে গণপিটিশন দেয়। এতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে দেখে নেবে বলে বিভিন্ন সময় হুমকী-ধমকী দেয়। গত শুক্রবার সন্ধ্যার একটু আগে মাদক ব্যবসায়ী আক্কাসের ছেলে লাভলু আমার মুরগীর দোকানে এসে চেয়ারে বসে। কিছুক্ষণ কথাবার্তা বলে সে চলে যাওয়ার পরই থানা পুলিশ এসে দোকানের ক্যাশ টেবিলের নিচে থেকে ইয়াবাসহ আমার ছেলেকে গ্রেফতার করে। আমরা মাদকের বিরুদ্ধে লড়ছি বলেই ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা রেখে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীসহ এলাকার লোকজন গোসাই গোবিন্দপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্কাস ও তার ছেলেদের গ্রেফতার করে বিচার করাসহ নির্দোষ ব্যবসায়ী মিন্টু সেখের মুক্তির দাবী জানান।