॥রঘুনন্দন সিকদার॥ বিদ্যুতায়নের মাধ্যমে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার প্রতিটি গ্রাম পর্যায়ক্রমে আলোকিত করে চলেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম।
চলতি ২০১৮ সালের মধ্যে সমগ্র উপজেলাকে বিদ্যুতায়ন করার জন্য তিনি একের পর এক বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে চলেছেন। যে গতিতে বিদ্যুতায়নের কাজ চলছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এ উপজেলা পুরোপুরিভাবে বিদ্যুতায়ন হবে।
বিদ্যুতায়নের অংশ হিসেবে গতকাল ৯ই মে বিকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হুলাইল মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বসির আহম্মেদ মিনু ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান।
নতুন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ইসলামপুর ইউনিয়নের হুলাইল, করমচাঁদপুর, ভাতশালা, নারায়ণপুর, বারমল্লিকা ও শিকাড়া গ্রামের ৮৭৩টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল।
অনুষ্ঠানে মিজানুর রহমান ও আবুল কালাম আজাদের নেতৃত্বে ইসলামপুর ইউনিয়নের প্রায় ১০০জন বিএনপির নেতাকর্মী সংসদ সদস্য মোঃ জিল্লল হাকিমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
বিদ্যুতায়নের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলাকে আলোকিত করে চলেছেন এমপি জিল্লুল হাকিম
