Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মানব পাচার আইনে মামলা॥সৌদি আরবে দুই যুবককে আটকে ১০লক্ষ টাকা দাবী॥পাচারকারী চক্রের নারী সদস্য সুমি গ্রেপ্তার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর গ্রামের দুই যুবকের কাছ থেকে ১৩লক্ষ টাকা নিয়ে সৌদি আরবে আটকে রেখে আরো ১০লক্ষ টাকা দাবীর ঘটনায় গত ২৯শে এপ্রিল মানব পাচারকারী চক্রের সদস্য সুমি আক্তার (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনায় গতকাল ৩০শে এপ্রিল সুমি আক্তারসহ ৫জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মানব পাচার আইনে করা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-৫৩। ধারাঃ ২০১২ সালের মানবপাচার ও প্রতিরোধ দমন আইনের ৬(২)৮(২)।
মামলার আসামীরা হলো ঃ সদর উপজেলার খানখানাপুর ব্র্যাক পাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী ও মৃত ইদ্রিস পাটোয়ারীর মেয়ে সুমি আক্তার(২৫), সুমি আক্তারের ভাই আলম পাটোয়ারী(২৭), মা খাদেজা বেগম(৫৫), কালাম(৩৫), পিতা-অজ্ঞাত ও বানিবহ গ্রামের ফারুকের ছেলে জাহিদ(২৫)।
জানাযায়, মামলার আসামী কালাম সৌদী আরবে থাকে। তার মাধ্যমে উল্লেখিতরা মূলঘর গ্রামের আমিন মন্ডলের ভাই আলিম মন্ডল ও জসিম পাটোয়ারীর ভাই মাহফুজ পাটোয়ারীকে সৌদি আরবে পাঠানোর কথা বলে ১৩লক্ষ টাকার চুক্তি করে। চুক্তি মাফিক বিগত ২০১৭ সালের ১৫ই জুন বিকালে তারা আমিন মন্ডলের বাড়ীতে এসে ১৩লক্ষ টাকা গ্রহণ করে। এরপর ওই মাসের ২৪শে জুন তারা ওই দুইজনকে সৌদী আরবে পাচার করে। সৌদী আরবে যাওয়ার পর কালামের কাছে তাদেরকে আটক রেখে তারা পরিবারের কাছে আরো ১০লক্ষ টাকা দাবী করে। পরবর্তীতে এ নিয়ে আমিন মন্ডল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানালে তাদের চাপে উল্লেখিতরা আকটকৃতদের দেশে ফিরিয়ে এনে টাকা ফেরত দেয়ার কথা স্বীকার করে এবং সেই মোতাবেক সুমি বেগম আমিন মন্ডলকে ইসলামী ব্যাংকের একটি চেক দেয়। পরে আমিন মন্ডল ওই চেক নিয়ে ইসলামী ব্যাংকে গেলে কর্তৃপক্ষ চেকটি সুমি বেগমের নয় বলে জানিয়ে দেন।
এক পর্যায়ে আটককৃতরা কালামের কাছ থেকে পালিয়ে এসে সৌদী পুলিশের কাছে ঘটনা প্রকাশ করলে গত ১৩ই মার্চ সে দেশের পুলিশ তাদেরকে দেশে পাঠিয়ে দেয়।
এ ঘটনার পর আমিন মন্ডল গত ২রা এপ্রিল গোয়ালন্দ মোড়ে উল্লেখিতদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিতে অস্বীকার করে। এ ঘটনায় আমিন মন্ডল উল্লেখিতদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
রাজবাড়ী থানার এস.আই জাহিদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুমি বেগমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৩০শে এপ্রিল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।