Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পুলিশ লাইন্সে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

॥দেবাশীষ বিশ্বাস॥ কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি ও বিনোদনের জন্য রাজবাড়ী জেলা পুলিশের ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮শে এপ্রিল বিকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা’র উদ্যোগে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। জেলার ৫টি থানাসহ বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ সদস্য উৎসবে অংশগ্রহণ করেন।
ঘুড়ি উৎসব সম্পর্কে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যরা মানুষের জান-মালের নিরাপত্তা ও শান্তির জন্য দিন-রাত ২৪ ঘন্টা নিরলস পরিশ্রম করেন। নির্ধারিত ছুটিও তারা অনেক সময় ভোগ করতে পারেন না। তাদের বিনোদনেরও অভাব রয়েছে। যার ফলে অনেক সময় পুলিশের মনোবলের ঘাটতি দেখা দেয়। এছাড়া এ বিভাগে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে পারলে পুলিশের সুনাম বৃদ্ধি পাবে। সেই ধারণার প্রেক্ষিতেই জেলা পুলিশের সদস্যদের নিয়ে এই ঘুড়ি উৎসবের আয়োজন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম বলেন, পুলিশের সকল বিভাগের সদস্যরা একত্রে কাজ করতে পারলে পুলিশের পক্ষে দ্রুত সফলতা অর্জন সম্ভব। পুলিশ সুপারের এ উদ্যোগ প্রশংসনীয়, যা পুলিশ সদস্যদের বিনোদনের পাশাপাশি মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
ঘুড়ি উৎসবে অন্যান্যের মধ্যে পুলিশ সুপারের স্বামী সৈয়দ সেলিম সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন এবং ডিবি’র ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূঁইয়াসহ জেলার ৫টি থানাসহ বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।