রাজবাড়ী শহরের বড়পুলস্থ ডাঃ রতন ক্লিনিকে গতকাল ২৮শে এপ্রিল বিকালে চিকিৎসার অবহেলায় সিজারিয়ান নারী রেবেকা বেগমের অকাল মৃত্যুর পর রাত ৯টার দিকে তীব্র উত্তেজনা দেখা দিলে ছবিতে উপরে থানা পুলিশের উপস্থিতিতে ক্লিনিকে তালা দিচ্ছে ক্লিনিক কর্তৃপক্ষ। নিচের ছবিতে এ্যাম্বুলেন্সের মধ্যে সদ্যজাত নাতনী শিশুকে এবং মৃতা মেয়ে রেবেকা বেগমের লাশ নিয়ে ডাক্তার-নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিচারের দাবীতে অবস্থান করছিল সুফিয়া বেগম। আর তখন একটি দালাল চক্র ঘটনাটি ২লক্ষ টাকায় আপোস মিমাংসা করতে পুলিশের উপস্থিতিতে রোগীর স্বজনদের ম্যানেজ করতে তৎপর হয়ে ওঠে -রফিকুল ইসলাম।
রাজবাড়ীর রতন ক্লিনিকে চিকিৎসার অবহেলায় নারীর মৃত্যুর পর দরদাম-
