॥শিহাবুর রহমান॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে অপব্যাখ্যা করবেন না। কারো বিরুদ্ধে গীবত করবেন না। এটা গুনাহের কাজ।
গতকাল ২৭শে এপ্রিল রাত সাড়ে ৮টায় রাজবাড়ী শহরের বিনোদপুরে জয়েন উদ্দিন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এসলাহী মজলিস ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক মাদরাসায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। এ সময় চীন ও জাপানের কথা উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।
এসলাহী মজলিস ও দোয়ার মাহফিলে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ জয়েন উদ্দিন, পরিচালক হাফেজ মাওলানা জহির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সম্পাদক ফজলুল হক, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম আলমগীর মিয়া ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা রন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।