॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৪শে এপ্রিল সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে)’ শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, বালিয়াকান্দি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
এ সময় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।