Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর রূপসায় পূর্ব বিরোধের জেরে অটোবাইক চালককে কুপিয়েছে প্রতিপক্ষ

॥স্টাফ রিপোর্টার॥ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২০শে এপ্রিল রাতে হাসেম মন্ডল(৪০) নামে এক অটো চালক কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
শুধু তাই নয় দৃর্বৃত্তরা তাকে পিঠমোরা করে হাত-পা বেধে মুখে কাপড় ঢুকিয়ে ফেলে রাখা হয় তাকে। ঘটনার প্রায় দুই ঘন্টা পর স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে ওই রাতেই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত হাসেম মন্ডল রূপসা গ্রামের দেলবার মন্ডলের ছেলে।
হাসেম মন্ডল জানান, একই গ্রামের বিল্লাল শেখ, কেছমত শেখ, সাদেক শেখ ও অমর শেখের সাথে জমিজমা এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরোধ ছিল। গত ২০শে এপ্রিল রাতে তিনি তার অটো গাড়ীটি শিকজান গ্রামে ভায়রার বাড়ীতে চার্জে দিয়ে বাড়ী ফেরার উদ্দেশ্যে ভ্যানযোগে গান্ধিমারা আসেন। এরপর সেখান থেকে তিনি কালীবাড়ী হয়ে পায়ে হেটে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার পথে তিনি লক্ষ্য করে দুইজন লোক তাকে ফলো তার পিছ পিছ আসছে। রাত ১০টার দিকে নিজ বাড়ীর ৫০০/৬০০গজ অদুরে বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে উল্লেখিতরা পিছন থেকে লোহার রড দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এরপর তারা হাসুয়া দিয়ে তার দুই পা ও হাতে কুপিয়ে জখম করে। এ সময় পিছ পিছ আসা ওই দুই ব্যক্তি পা দিয়ে তাকে চেপে ধরে রাখে। এরপর তারা তাকে পিঠমোরা করে হাত-পা বেধে মুখে গেঞ্জি ঢুকিয়ে ফেলে রেখে যায়। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। এরপর রাত ২টার দিকে পরিবারের লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তিনি উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।