Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥রফিকুল ইসলাম॥ বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল ১৯শে এপ্রিল রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর জেলা কৃষক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী।
র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
র‌্যালীর শেষে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু বককর খানের পরিচালনায় আলোচনা সভায় সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ছবদার সরদার, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোমিন শেখ, বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কালুখালী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শিশির কুমার শিকদার, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকনুজ্জামান বকুল, রাজবাড়ী পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুর রব বিশ^াস ও সদস্য-সচিব নুরুল ইসলাম মন্ডলসহ কৃষক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য কৃষক লীগের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান।
জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভার শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।