Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকার নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে অনেক কাজ করেছে ———রাজবাড়ী চেম্বার অব কমার্স সভাপতি কাজী ইরাদত আলী

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের আয়োজনে ৫দিনব্যাপী বিউটিফিকেশন এন্ড বিউটি পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল ১৮ই এপ্রিল বিকালে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
তরুণ প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার জেসমিন আরা জেমি। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২২শে এপ্রিল ৫দিনের এই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, আমাদের জনসংখ্যার অর্ধেকই নারী। তাদেরকে বাদ রেখে কোনভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আশার কথা হলো নারীরা আজ কোন দিক দিয়েই পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা সফলভাবে বিচরণ করছে। বর্তমান নারী বান্ধব সরকারও নারীদের কল্যাণে অনেক কাজ করছে। নারীদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হলে তারা স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে পারে। আমাদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজনসহ যা কিছু করার প্রয়োজন তা করা হবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে এই প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান জানান।