Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা নতুন বছর ১৪২৫-কে বরণ করে নেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মূল আয়োজন ছিল রাজবাড়ী জেলা প্রশাসনের। তাদের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ১৪ই এপ্রিল(পহেলা বৈশাখ) দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় বাংলা নববর্ষকে।
এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে বর্ষবরণের পর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
সকাল ৮টায় বের করা হয় বাঙালীর নববর্ষ পালনের ঐতিহ্যের প্রতীক মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের বিদায়ী উপ-পরিচালক ড.একেএম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউল করিম,পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্যগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ এবং নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ নববর্ষের সাজে বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে আমন্ত্রিত অতিথিগণসহ সকলকে বাংলার ঐতিহ্যবাহী মুড়ি-মুড়কিসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর জেলা প্রশাসনের আ¤্রকানন চত্বরে স্থাপিত নববর্ষের মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুরাতন বছরের দুঃখ-কষ্টকে ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার শেষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও লাঠি খেলাসহ দিনব্যাপী বৈশাখী মেলা ও বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও দুপুরে হাসপাতাল, এতিমখানা ও জেলা কারাগারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়।