॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন (৫০)কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ১৪ই এপ্রিল রাত ৯টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এই ঘটনা ঘটে। মোঃ ফারুক হোসেন ওই গ্রামের মৃতঃ ছবদার হোসেন মল্লিকের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোঃ ফারুক হোসেন বলেন, চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারী বিশ^ ভালোবাসা দিবসে এসএসসি পরীক্ষা চলাকালে ভীমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাউন্ড বক্স বাজিয়ে স্থানীয় কয়েকজন যুবক পিকনিক করছিল। ওই সময় পুলিশ এসে তাদের পিকনিক বন্ধ করে দেয় এবং একজনকে আটক করাসহ সাউন্ড বক্স জব্দ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই যুবকরা আমি পুলিশ দিয়ে তাদের পিকনিক বন্ধ করিয়েছি মনে করে আমাকে সন্দেহ করে। এরপর থেকে তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। গত শনিবার রাতে আমি আমার এলাকার একটি মসজিদে এশার নামাজ পড়ে মোটর সাইকেলযোগে বাড়ী ফেরার পথে ওই যুবকরা আমাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এরপর আমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক হোসেন বলেন, শিক্ষা কর্মকর্তাকে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে একটি ও পিঠে দুইটি কোপ দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।
মোঃ ফারুক হোসেনকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল বলে দাবী করেছেন তার চাচাতো ভাই মোঃ ইলিয়াস হোসেন মল্লিক। তিনি বলেন, এসএসসি পরীক্ষার মাঝে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে অবহিত করলে বালিয়াকান্দি থানার পুলিশ সেটা বন্ধ করে দেয়। সেই ঘটনার জের ধরে এই হামলা চালিয়ে তাকে জখম করা হয়।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বালিয়াকান্দিতে অনেকেই চাকুরী করতে অনীহা প্রকাশ করবেন। তিনি ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাচাতো ভাই মোঃ ইলিয়াস হোসেন মল্লিক ৭জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।